Short tour from Kolkata, Guptipara Terracotta Temples



Guptipara is a town famous for its temples and a great destination for day tour from #Kolkata. The Ramchandra temple is famous for its #terracotta art and so is the #rathyatra of Guptipara. It is also the place where the first community Durga Puja was held. Though Durga was worshipped in the form of Vidhyabashini.

source

28 thoughts on “Short tour from Kolkata, Guptipara Terracotta Temples”

  1. খুব ভালো লাগলো। তবে সিরাজ সেনাপতি মোহনলাল সংক্রান্ত বিষয়ে আর একটু বিস্তারিত আলোচনা পেলে ভালো লাগতো।

    Reply
  2. নিজের গ্রাম কে, এইভাবে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, তবে ভান্ডার লুঠের তথ্যটি ভুল বললেন, প্রতিটি হাঁড়িতে পাঁচ কেজি থাকে না, বিভিন্ন মাপের সড়া ও হাঁড়ি থাকে,আর ভোগ বিলানো হয় না,ওটা লুটপাট হয়, এবং এটা আর কোথাও হয় না তাই ভাণ্ডার লুঠ দেখতে প্রচুরসংখ্যক মানুষের আগমন ঘটে।এ ছাড়াও আরো একটি অনুষ্ঠান বাদ গেছে, সেটা হলো মা লক্ষ্মী ও রাজা বৃন্দাবন চন্দ্র জগন্নাথ দেব কে মাসির বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে আসেন, কিন্তু প্রভু ফিরে যান না,তাই ভান্ডার লুঠের ব্যবস্থা।

    Reply
  3. আমার আত্মার সাথে মিশে আছে গুপ্তিপাড়া। আমার মামার বাড়ি ছিল। ৩ বছর বয়েস থেকে যেতাম। বছরে ২ বার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর অনেক বার করে গিয়েছি। স্টেশন রোডের ওপর অনেকখানি জায়গা নিয়ে আমার মামার বাড়ি ছিল। ভান্ডার লুট, রথের মেলা এগুলো এখনো ভুলতে পারিনি। আমার মামা ওখানকার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এখনো ভুলতে পারেননি হয়ত অনেকেই। চিত্তরঞ্জন দাশ গুপ্ত। আপনাকে অনেক ধন্যবাদ। এই নামটাই একটা নস্টালজিয়া আমার কাছে।❤❤❤

    Reply
  4. আপনি কে যানিনা😮😮আপনি তো আমার বাড়ির ব্যাপারে কিছুই বলেন নি 😮😮দূর্গা বাড়ি 😮পিতলের দূর্গা প্রতিমা আছে😮😮আমার দাদু গুরু দেব😮😮নাম বলবোনা

    Reply
  5. গুপ্তিপাড়া এসে দেশ কালী মন্দির কে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া উচিত হয়নি । এই মন্দির খুবই জাগ্রত । 😂

    Reply
  6. আপনার চোখ দিয়ে গুপ্তিপাড়া দর্শন হল। কর্ম সুত্রে সারা ভারত ঘুরেছি, নিজের রাজ্যের অনেক কিছুই দেখা হয়ে ওঠেনি।
    Background music and voice-over রুচিশীল এবং সুশ্রাব্য।
    ধন্যবাদ এবং নমস্কার।

    Reply
  7. খবর জেনে বলুন। এটা কীর্ত্তিচন্দ্রসেনের বাড়ি নয়.. এর পাশ দিয়ে যে রাস্তা..সোজা চলে যান..ঝকঝকে 'সেন বাড়ি' বলে প্রসিদ্ধ যে বাড়ি…যেখানে দুর্গাপুজা দেখার মত। এই বাড়ি সেনেদের হলেও এমন বাড়ি অনেক আছে। এটি প্রথম গার্লস স্কুল।

    Reply

Leave a Comment